Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ডিসিকে স্মারকলিপি

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড় ব্যবস্থাপকের বিরুদ্ধে স্থানীয় মৎস্যজীবীরা অনিয়মের অভিযোগ করেছেন। গতকাল ক্ষুদ্ধ মৎস্যজীবীরা জেলা প্রশাসকের কাছে অনিয়মের লিখিত অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মৎস্যজীবী সঞ্জয় কুমার, বিকাশ কুমার, উজ্জল হালদারসহ অনেকে বেড়গোবিন্দপুর বাওড়টির ব্যবস্থাপক ইমদাদ হোসেনের বিভিন্ন অনিয়মের তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তারা জানান, ২১৭ হেক্টর আয়তন বিশিষ্ট সরকারি বাওড়টি গোপনে স্থানীয় ১১ প্রভাবশালীর কাছে ইজারা দিয়েছেন ম্যানেজার ইমদাদ হোসেন। গত ১০/১২ দিনে বাওড় থেকে গোপনে ৭ থেকে ৮ লাখ টাকার মাছ ধরে বিক্রি করা হয়েছে। প্রকৃত মৎস্যচাষিদের বাদ দিয়ে অন্যদের মাধ্যমে মাছ ধরা হচ্ছে। বংশ পরম্পরায় মৎস্যজীবীদের এখন বাওড়েই নামতে দেওয়া হচ্ছে না।
ভুক্তভোগীরা আরও জানান, বাওড় পাড়ের দুই শতাধিক মৎস্যজীবী পরিবার মাছ উৎপাদন কাজে সাহায্য ও আহরণ করে জীবীকা নির্বাহ করে। বর্তমানে বাওড়টি লিজ দেওয়ায় তারা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য তারা মানবেতন জীবনযাপন করছেন। এসব বিষয়ে তাদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগপত্রে এলাকার ৩২ জন কার্ডধারী মৎস্যজীবীর স্বাক্ষর রয়েছে। অভিযোগপত্রটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ