Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীর নতুন ডিসি ইয়াসির আরেফীন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

কৃষিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) খন্দকার ইয়াসির আরেফীনকে নীলফামারীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি হওয়া নীলফামারীর বর্তমান ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন তিনি।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, খন্দকার ইয়াসির আরেফীনকে নীলফামারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, গত ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনমূলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী হিসেবে বদলীর আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু তার জন্য বাতিল করার কথা উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফামারীর নতুন ডিসি ইয়াসির আরেফীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ