Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৩০০ কোটি ক্লাবে ‘সঞ্জু’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

খুব স্বাভাবিক, সাবলীল আর সরল ধারায় সঞ্জয় দওর জীবনী চলচ্চিত্র ‘সঞ্জু’ ৩০০ কোটি ক্লাবের অন্তর্ভুক্ত হল। ৩ দিনে ১০০ কোটি এক সপ্তাহে ২০০ কোটি আর ১৫ দিনে ৩০০ কোটি আয়কে তো সরল ধারাই বলা চলে, তাই না ? দ্বিতীয় সপ্তাহে চলচ্চিত্রটি ৯১.৫০ কোটি রুপি আয় করলে ১৪ দিনে ফিল্মটির আয় দাঁড়ায় ২৯৫.১৮ কোটি রুপি। শুক্রবার (১৩ জুলাই) ৫ কোটি রুপি আয় করলেই ফিল্মটি ৩০০ কোটি ক্লাবে ঢুকতে পারত। কিন্তু ২১০০’র বেশি পর্দা থেকে এ দিন ফিল্মটি আয় করেছে ৫.৫ কেটি রুপি। এই সপ্তাহে ‘ধাড়াক’ ছাড়া কোন সম্ভাবনাময় ফিল্ম নেই তাই ‘সঞ্জু’ সম্ভবত ৪০০ কোটি রুপি আয় সীমাও ছাড়িয়ে যাবে। এ ‘সঞ্জু’র পর্যন্ত বিশ্বব্যাপী আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। আভ্যন্তরীণভাবে ৩০০ কোটি রুপির বেশি আয়ের ভারতীয় ফিল্মগুলো হল ‘বাহুবলি' ‘পিকে’ ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং এ বছরের ‘পদ্মাবত’। ‘সঞ্জু’ এ বছরের সফলতম চলচ্চিত্র তাও নিশ্চিত হেেছ। রাজকুমার হিরানির পরিচালনায় রণবীর ছাড়া অভিনেতা সঞ্জয় দত্ত’র জীবনী চলচ্চিত্রে ‘সঞ্জু’তে অভিনয় করেছেন ভিকি কৌশল, সোনম কাপুর, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, টাবু এবং অতিথি ভূমিকায় আনুশকা শর্মা।পরিচালক হিরানি এবং প্রযোজক বিধু বিনোদ চোপড়ার আরেকটি সফল চলচ্চিত্র ‘সঞ্জু’। এর আগে এই জুটি ‘থ্রি ইডিয়টস’ দিয়ে ২০০ কোটি ক্লাব এবং ‘পিকে’ দিয়ে ৩০০ কোটি ক্লাবের সূচনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ‘রেইস থ্রি’র আয় ১৭০ কোটি রুপির নিচে স্থির ছিল। গত শুক্রবার ‘তেরি ভাবি হ্যায় পাগলে’ মুক্তি পেয়েছে , এটির আয় ‘সঞ্জু’কে প্রভাবিত করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লাব

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ