মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুপাশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের জন্য মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসেইন যে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসে তাকে সমর্থন করেছেন। নিউইয়র্কে ব্রিফিংকালে গুতেরেসের কাছে সাংবাদিকরা জানতে চান যে তিনি কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্বাধীনভাবে তদন্ত চান কিনা। মহাসচিব বলেন, ‘আপনারা জানেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সকল কাজই মূলত সংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘের কাজ। শুধু রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করা যাবে বলেও মনে করেন তিনি। ১৪ জুন মানবাধিকার কমিশন কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে। ভারতের পররাষ্ট্র দফতর অভিযোগ করে এই রিপোর্টে ভারতের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা লঙ্ঘন করা হয়েছে। রিপোর্টটিকে ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ হিসেবেও বর্ণনা করে ভারতীয় পররাষ্ট্র দফতর। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।