বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক সেবনে মানা করায় স্ত্রী-শাশুড়ীকে এসিড নিক্ষেপ করেছে আলামিন হোসেন নামে এক মাদকসেবী। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুর কালিয়াকৈর লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে (স্ত্রী) ফারজানা আক্তার(২০) ও তার মা (শাশুড়ী) শহরজান বেগম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। পুরিশ এ ঘটনায় জড়িত আলামিন হোসেনকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, ফারজানা-আলামিন তাদের পাঁচ মাসের সন্তান আবিরকে নিয়ে ওই এলাকায় ভাড়া করতেন। আলামিন মটর মেকানিকের কাজ করতেন। আলামিন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। দগ্ধ ফারজানা সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার রাতে বাসার ফ্রিজের উপরে গাঁজা দেখে আলামিনকে মাদক নিতে মানা করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আলামিন নিজেই তার শ্বশুর আয়নাল হক ও শাশুড়ী শহরজানকে বাসায় আসার জন্য খবর দেন। সকালে শ্বশুর- শাশুড়ী বাসায় আসেন। পরে কয়েকজনকে মিলে আলামিনকে মাদক না নেয়ার জন্য অনুরোধ করেন। এ সময় আলামিন ক্ষিপ্ত হয়ে তরলদ্রব্য তার স্ত্রীর মুখে ছুড়ে মারলেন ফারজানা মুখ ফিরিয়ে নেয়। তখন তরলদ্রব্য ফারজানার পিঠে লেগে ঝলসে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।