বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শর্ত সাপেক্ষে তিন বছর আয়কর সুবিধা পেয়েছে ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল’। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভ‚ঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল’ এর জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রম হতে অর্জিত আয়ের উপর আরোপিত আয়কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হলো। শর্ত হিসেবে উল্লেখ করা হয়, অব্যাহতিপ্রাপ্ত আয় কেবল ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল’ এর শিক্ষা, জনকল্যাণ ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবহার করতে হবে। উক্ত ইনস্টিটিউট ও হাসপাতালকে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এতে আরও বলা হয়, এই প্রজ্ঞাপন ২০১৫ সালের ৩০ মে থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।