পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বৈরশাসক আইয়ুব খান ও এরশাদের যেভাবে পতন হয়েছিল বর্তমান সরকারেরও তেমনিভাবে পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, বর্তমান সরকার বৈধভাবে ক্ষমতায় নাই। তারা বাকশালী পন্থায় ক্ষমতায় আছে। জনগণকে নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আছে। আমরা যদি অতীতের ইতিহাসের দিকে লক্ষ করি দেখতে পাবো স্বৈরাচারী সরকার আয়ুব খান পতন হয়েছে, এরশাদের পতন হয়েছে, বর্তমান বাকশালী সরকারের পতন হবে। দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় থাকতে দেবেনা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিৎসার দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে জিয়া আদর্শ একাডেমী নামের একটি সংগঠন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা নির্বাচনে যাব তবে এ সরকারের অধীনে নির্বাচনে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং বর্তমান সংবিধান আছে তা পরিবর্তন করলে আমরা নির্বাচনে যাব। তিনি বলেন, দেশে বর্তমানে একদিকে বাকশালী সরকার অন্যদিকে দেশের জনসাধারণ এই স্বৈরাচারী সরকারকে পতন করতে হলে দেশের জনসাধারণ সবাই সম্মিলিতভাবে গণঐক্য তৈরি করে আন্দোলন করতে হবে। তাহলেই এর পতন হবে। বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য বর্তমানে দেশের আকাশে বাতাসে শকুনিরা উড়ছে। এদেরকে যেভাবেই হোক থামাতে হবে তা না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।