Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:১৮ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- দক্ষিণখানে গলায় ফাঁস দিয়ে নদী (২৫), উত্তর মেরুল বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ইমাম হোসেন (৪৫), মুগদায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রী মৌসুমি আক্তার মিতু (২০), হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে রুবি সিদ্দিকী (৩০), বাড্ডায় গলায় ফাঁস দিয়ে পবন কুমার সরকার (৩৩) ও জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা কিশোরী (১৮)। গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঘটনাগুলো ঘটে।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ গোয়ালটক এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দেয় নদী। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, উত্তর মেরুল বাড্ডার নিজেদের ভাড়া বাসায় বুধবার রাতে বৈদ্যুতিক ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইমাম হোসেন। মূমূর্ষ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিতুর বড় ভাই আহম্মদ আলী জানান, তারা দক্ষিণ মান্ডা ৩ নম্বর গলির ১৪৪ নম্বর নিজ বাড়িতে থাকেন। মিতু টিকাটুলি সেন্ট্রাল উইমেন মহিলা কলেজে ম্যানেজমেন্ট বিভাগে অনার্সে পড়াশুনা করত। গতকাল ভোরে বাসার জানলার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে মুগদা থানার এসআই হাসানুজ্জামান জানান।
গতকাল বিকেলে হাজারীবাগ বড় মসজিদের পাশে একটি টিনসেড বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই সন্তানের জননী রুবি সিদ্দিকী। মৃত নারীর বড় ভাই মোজ্জাম্মেল সুমন জানান, টিনের চালে ভেজা কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবি। দ্রæত তাকে ঢামেক হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার এসআই নওশাদ আলী জানান, গতকাল দুপুরে বাড্ডা বৈঠাখালি এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন পবন কুমার। পরে পুলিশ খবর পেয়ে দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পবন কুমার মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
এদিকে ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানায়, বুধবার গভীর রাতে জুরাইন রেলগেট এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক কিশোরী আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ