প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আবারও শুরু হচ্ছে চলচ্চিত্রের নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা। চতুর্থবারের মতো এ আয়োজট শুরু হতে যাচ্ছে। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার নতুন মুখের এ আয়োজন করেছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে নায়ক হয়েছিলেন প্রয়াত সুপারস্টার নায়ক মান্না। এছাড়া অন্যান্য প্রতিযোগিতা থেকে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো জনপ্রিয় তারকা। এবার প্রথমবারের মতো এই আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সহযোগিতায় থাকবে এফডিসি। এ উপলক্ষে ১৪ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংবাদ সম্মেলনে এর প্রচারস্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশকিছুর আনুষঙ্গিক চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। নতুনদের অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন শুরু হবে ২৯ জুলাই থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।