Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীলংকায় নেস্লে পণ্য রপ্তানির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

২০১৮ সালের ৯ জুলাই, নেস্লে বাংলাদেশ লিমিটেড, সুইজারল্যান্ডের বহুজাতিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রথমবারের মতো শ্রীলংকায় ‘নেসপ্রে’ রপ্তানি করার ঘোষণা দেয়। কোম্পানিটি বাংলাদেশের বাইরে নেস্লে পণ্য বিক্রির লক্ষ্যে, শ্রীলংকাকে একটি উপযুক্ত বাজার হিসেবে দেখছে। এ উদ্যোগে, উভয় দেশই উপকৃত হবে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভশীষ বসু ও শ্রীলংকার হাই কমিশনার ক্রিসান্থে ডি সিলভা। বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সভাপতি মো. মাহফুজুল হক, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেহজাদ মুনিম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন, ডিরেক্টর, হালাল ডিপার্টমেন্ট, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং গেøাবাল ব্যাংকিং ও অ্যাক্টিং সিইও প্রধান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পণ্য রপ্তানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ