পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : এখন থেকে কয়েকটি শর্তের ভিত্তিতে পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ১০ শতাংশ হারে নগদ ভর্তুকি দেয়া হবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পাটজাত পণ্য রপ্তানি করে যা আয় করা হবে (নিট এফওবি) সে মূল্যের ৭৫ শতাংশ হতে হবে পণ্যে ব্যবহৃত পাটের দাম। আবার পণ্যগুলোতে ৭৫ শতাংশ বা তার বেশি পাট ব্যবহার হয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করিয়ে বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদ আনতে হবে।
তবে হেসিয়ান, সেকিং, সিবিসি ও পাট সুতায় বিপরীতে কোনো প্রকার ভর্তুকি দেয়া হবে না। রপ্তানি পণ্যের বিপরীতে নগদ সহায়তার জন্য আবেদনের নিয়মকানুনসহ একটি ফরমেরও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী রপ্তানিকারককে আবেদন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।