মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপালে স্মল ডেভলপমেন্ট প্রজেক্টে (এসডিপি) ভারতীয় অনুদানের ব্যাপারে রীতিনীতি কঠোর করেছে নেপাল সরকার। নেপালের অর্থ মন্ত্রণালয়ের সাথে চুক্তি স্বাক্ষর না করলে কোন প্রকল্পের কাজ শুরু হবে না। সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতকে অবশ্যই নেপালের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই অনুদান পাঠাতে হবে। এসডিপির জন্য ভারত প্রায় ৫০ মিলিয়ন ডলারের অনুদান দিয়ে থাকে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের মাধ্যমে নেপালের ক্ষুদ্র প্রকল্পগুলোতে ভারতীয় অনুদানের উপর আরও নজরদারি বাড়ানো এবং পরীক্ষা নিরীক্ষা করা হবে। এই সিদ্ধান্তের ফলে নেপালের যে কোন জায়গায় যে কোন ক্ষুদ্র প্রকল্পে ভারতীয় দূতাবাসের অনুদান দেয়ার যে স্বাধীনতা ছিল, তা বন্ধ হয়ে গেলো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।