Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে নেপালে ১৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ আরো ১০ জনকে খুঁজে পেতে কাজ করছে উদ্ধারকর্মীরা। আজ শনিবার দেশটির সরকার এ তথ্য জানায়। রাজধানী কাঠমুন্ডু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় ওই ধসে পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের মাঝে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে নিহত ও আহতদের সরিয়ে আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি। জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বর্ষণে নেপালের পার্বত্য অঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনায় চলতি বছরে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১২ জন। দ্য স্ট্রেইটস টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ