Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুযোগ নেবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১০:২৫ পিএম

১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া না করে কাজে লাগাতে সতীর্থদের প্রতি আহŸান জানিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস। আজ লুঝনিকির সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই ৫২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংলিশরা। এই যাত্রাপথে পথে গত পাঁচ ম্যাচে শুরু থেকে খেলা স্টোনস দুই গোল করেছেন। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার ফাইনালে উঠতে উন্মুখ, ‘ছেলেবেলা থেকে আপনি ইংল্যান্ডের হয়ে খেলা এবং গোল করার স্বপ্ন দেখেন। সেটা প‚রণ হলে কেমন লাগবে তা আপনি জানেন। আমি এই অভিজ্ঞতার স্বাদ নিতে চেয়েছি। এই সুযোগ আবার আমার সামনে কখনই আসবে না। তাই আমি সব সুযোগ নেওয়ার ও সবকিছু জেতার চেষ্টা করছি। ক্রোয়েশিয়াকে পেরুতে আমাদের আরেকটা ধাপ যেতে হবে। এ ম্যাচটাকে আমরা একটাই ম্যাচ ধরে খেলব। এ ম্যাচে আমরা আমাদের পুরো মনোযোগ ও শক্তি দিব এবং এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ