বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএফইউজে’র নির্বাচন প্রসঙ্গে শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ১৩ জুলাই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএফইউজের নির্বাচন আয়োজনে শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় এখন আর নির্বাচনে কোনো বাধা নেই। আগামী ১৩ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। শ্রম অধিদফতরের নির্দেশনা অনুসারে বিএফইউজের অনুমোদিত ইউনিয়নের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী ভোট গ্রহন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত ৬ জুলাই বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শ্রম আদালতের নির্বাচন অনুষ্ঠানের ওপরে স্থগিতাদেশ দেওয়ায় নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।