Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও শাকিব ও বুবলির প্রেম-বিয়ের গুঞ্জণ!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

যখনই চলচ্চিত্রে কোনো জুটি দর্শকপ্রিয়তা পায়, তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলচ্চিত্রের লোকজন খুঁজে বেড়ান। এর কারণ তারা তারকা জুটিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। প্রেমের সম্পর্ক হয়ে থাকলেও অনেকে তা ইনিয়ে-বিনিয়ে প্রকাশ করেন। কেউ কেউ সরাসরি বলেন। আবার কেউ কেউ বিয়ে পর্যন্ত নিয়ে যান। শাকিব ও অপু বিশ্বাসের জুটি নিয়ে বছরের পর বছর ধরে প্রেম-বিয়ের গুঞ্জণ চলেছে। তাদের একটি কমন উত্তর ছিল, পর্দায় একসাথে রোমান্টিক জুটি হয়ে কাজ করি বলে অনেকে মনে করেন, আমরা প্রেম বা বিয়ে করেছি। এসব ভিত্তিহীন। আমরা একে অপরের ভাল সহকর্মী। তবে যা রটে তা কিছুটা হলেও যে বটে, এ কথাটি একেবারে অসত্য নয়। শেষ পর্যন্ত দেখা গেল, ঠিকই শাকিব ও অপু গোপনে বিয়ে করেছিলেন এবং তাদের সন্তান হওয়ার পর অপু নিজেই তা প্রকাশ করেন। শুধু তাই নয়, ৮ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। অপু বলেছিলেন, ক্যারিয়ারের স্বার্থে এ বিয়ে গোপন রেখেছিলেন। শেষ পর্যন্ত নানা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে শাকিব অপুকে তালাক দিয়ে বিয়ের অবসান ঘটান। অপু অবশ্য এর জন্য পরোক্ষভাবে নতুন নায়িকা শবনম বুবলিকে দায়ী করেছিলেন। তাতে কিছু যায় আসেনি। তবে এবার শাকিব ও বুবলির মধ্যকার প্রেম-বিয়ের বিষয়টি নিয়ে গুঞ্জণ উঠেছে। অনেকে বলছেন, তারা গোপনে বিয়ে করে ফেলেছেন। এ গুঞ্জণ প্রথম উঠে গত বছরের অক্টোবরে। স¤প্রতি আরও এ গুঞ্জণ উঠেছে। তাদেরকে জুটি করে সিনেমা বানিয়েছেন এমন একজন নির্মাতা নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদ মাধ্যমকে একটু ঘুরিয়ে বলেছেন, চলচ্চিত্রে এখন ভরসা করার মতো একমাত্র জুটি শাকিব-বুবলী। তারা প্রেম বা বিয়ে করতেই পারেন। তার এ কথা থেকে বোঝা যায়, শাকিব ও বুবলির মধ্যে প্রেম বা বিয়ে সংক্রান্ত কিছু না কিছু হয়েছে। বিষয়টি অনেকটা সেই শাকিব-অপুর সম্পর্কের মতো। তবে সম্প্রতি শাকিব ও বুবলিকে জুটি করে এক পরিচালক একটি সিনেমার উদ্যোগ নিয়েছেন। পরবর্তীতে দেখা গেল বুবলিকে বাদ দিয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়া এভ্রিলকে নেয়ার প্রক্রিয়া চলছে। এ খবরে বুবলি নাকি বেজায় চটেছেন। যদিও বুবলি বলেছেন, তিনি নিজেই সিনেমাটি ছেড়ে দিয়েছেন। তবে চলচ্চিত্রের অনেকেই বলছেন, শাকিবের ওপর বুবলি খুবই নাখোশ হয়েছেন। কারণ তাদেরকে নিয়ে একের পর এক সিনেমা নির্মাণের মধ্যে এভাবে অন্য কেউ এসে ঢুকে পড়বে, তা বুবলির পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। বিষয়টি যদি স্বাভাবিক হতো, তবে বিষয়টি বুবলির স্বাভাবিকভাবেই নেয়ার কথা। বুবলির এমন প্রতিক্রিয়া থেকে চলচ্চিত্রের কেউ কেউ আবার বলছেন, বুবলীর সঙ্গে শাকিবের গোপনে বিয়ে হয়ে গেছে। কিন্তু চলচ্চিত্রের স্বার্থে কেউ তা প্রকাশ করতে চাচ্ছেন না। অবশ্য গত বছরের শেষ দিকে শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠলে বুবলি তা পুরোপুরি অস্বীকার করেন। সে সময় তিনি বলেছিলেন, চার বছর সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছি। পরে সিনেমায় এসেছি। আমার স¤পর্কে মিডিয়ার সবাই সবকিছু জানে। হঠাৎ মিথ্যা সংবাদ প্রকাশ করে তারা কী আনন্দ পাচ্ছেন, জানি না। এমন মিথ্যা সংবাদে বিপরীতে বলার কিছুই থাকে না। ভিত্তিহীন সংবাদ প্রকাশ হলে পরিবার থেকেও নানা কথা শুনতে হয়। উল্লেখ্য, এখন পর্যন্ত শাকিব-বুবলী অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে শূটিং চলছে ক্যাপ্টেন খান নামে একটি সিনেমার। সামনে আরও কয়েকটির কাজ শুরু হবে।



 

Show all comments
  • মারুফ ১১ জুলাই, ২০১৮, ৩:৫২ এএম says : 0
    এসব নিউজ না করলে হয় না ?
    Total Reply(0) Reply
  • মারিয়া ১১ জুলাই, ২০১৮, ৩:৫২ এএম says : 0
    হতেই পারে এত অবাক হওয়ার কিছু নেই।
    Total Reply(0) Reply
  • ১১ জুলাই, ২০১৮, ১০:২৪ এএম says : 0
    শাকিব খান একটা খারাপ লোক
    Total Reply(0) Reply
  • Kobita ১৪ জুলাই, ২০১৮, ৬:০২ পিএম says : 0
    Shakib ekta kharap boy....tar theke Salman shah & Manna sir besi famous chilo...tara to emon kore ni....tara to onno meyer life spoil kore ni.....asole shakib Wife chay na Meye manus chay...ci...ci...or moto manus ami dekhi ni...ato sundor wife & baby thakte onno meyer sathe prem kore....janina o Allah r kace ki jobab dibe....mone rakhben vai ja kicui koren na kno...sob kicur jobab dite hobe Allah r kace....sobai chirodin beche thake na....akhono time ace...nijer family r kace fire jau.....Allah r kace maf chaw...asob chere diye...Allah r pothe aso...mone rakhba akhon tumi famous bole sob heroine ra tomr name praise kore....tomr poton holei sobai tomk vule jabe....tomk jodi keu nirsartho vabe valobase tahole se holo tomr baba.. ma...& tomr wife...tumi vlo actor hote pereco vlo manus na...you r a selfish man....manusjatir kolonko tumi...ci ci...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ