বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নÑসিইউজের নির্বাহী কমিটির জরুরী সভায় গতকাল (সোমবার) সাংবাদিক রুবেল খানের কন্যা রাইফা হত্যার বিচার না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক নেতারা। সভায় আগামীকাল বুধবার চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ফের সিইউজের নির্বাহী কমিটি সভা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাইফা হত্যার বিচারের দাবিতে সিইউজে অভিযুক্ত চিকিৎসকদের বিচার, অবৈধ-অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণকারী ডা. ফয়সল ইকবালের সনদ বাতিল ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার- দাবিতে সোচ্চার রয়েছে। সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।