Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে মার্কিন সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ভেতর থেকে হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। কাবুলে মার্কিন নেত্ত্বৃাধীন কোয়ালিশন বাহিনীর সদর দফতর বিষয়টি স্বীকার করেছে।
কোয়ালিশনের এক বিবৃতিতে বলা হয় যে হামলায় আরো দুই সেনা আহত হয়। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বজনকে অবহিত করার আগে নিহত সেনার নাম প্রকাশ করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে। শনিবার তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমদি মিডিয়ায় পাঠানো এক বার্তায় বলেন, দক্ষিণাঞ্চলীয় উরুজঘান প্রদেশে নিরাপত্তা বাহিনীর এক সদস্য একাই এই হামলা চালান। তালেবান এই হামলার প্রশংসা করে।
উরুজঘান প্রদেশের তারিনকোটে এই হামলা চালানো হয় বলে তালেবান ও যুক্তরাষ্ট্র দুই তরফ থেকেই নিশ্চিত হওয়া গেছে। সেখানে আফগান ন্যাশনাল আর্মিকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা। হামলাকারীর ভাগ্য সম্পর্কে কিছু জানা যায়নি। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ