মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটি মাকমুরে অজ্ঞাত স্থান থেকে ছুটে যাওয়া রকেটের গোলায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। এই সংবাদ সিএনএনকে জানিয়েছে জনৈক মার্কিন সেনা কর্মকর্তা। মাকমুরের ঘাঁটিতে বেশ কিছু মার্কিন সেনা উপদেষ্টা ও সহযোগী হিসেবে কাজ করে আসছে। নিহত সেনার সঙ্গে আরো কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন সেনা কর্মকর্তা তাদের অবস্থা ও সংখ্যা কোনোটাই জানায়নি। তারা শুধু এতটুকু জানিয়েছে, যৌথবাহিনীর এক সেনা গুলিতে নিহত হয়েছে। ইরাকি জেনারেল সারওয়ান বারজানি সিএনএনকে জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় সাড়ে ৯টায় রকেট হামলা সংঘটিত হয়। নিহত ছাড়াও হামলায় আহত হয়েছে আরো ৩ মার্কিন সেনা। তিনি আরো জানিয়েছেন, উত্তর ইরাকের এই ঘাঁটিতে প্রতিদিন রকেট হামলা চলে। হামলা সম্পর্কে বলা হয়, ইরাকি বাহিনী ও পেশমার্গা সেনাদের গুলিবিনিময়ের ফলশ্রুতিতে প্রতিদিন যুদ্ধ অবস্থা থাকে। উল্লেখ্য, ইরাকে এর আগে শেষ মার্কিন সেনা নিহত হয় অক্টোবর মাসে, সেখান মার্কিন সেনারা একটি উদ্ধার তৎপরতায় লিপ্ত ছিল। তখন নিহত হয়, আর্মি মাস্টার জার্জেন্ট জসুয়া এল হুইলার, এই ব্যক্তি ছিল যুক্তরাষ্ট্রের ওকলাহামার অধিবাসী। সিএনএন ইন্টারন্যাশনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।