মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ২ হাজার ১শ’ মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। মার্কিন মেরিন সেনা কর্মকর্তাদের তথ্য অনুসারে, এসব সেনার সঙ্গে তিনটি উভচর সামরিক যানও দক্ষিণ কোরিয়ায় গেছে। গত সোমবার থেকে এ মহড়া শুরুর কথা রয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের মারাত্মক সামরিক উত্তেজনা চলছে তখন এ যৌথ মহড়া শুরু হতে যাচ্ছে। সম্প্রতি উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা ও পরমাণুবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এরপর দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাব তৈরি করেছিল আমেরিকা। এ প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আমেরিকায় হামলা চালানোর জন্য তার দেশের পরমাণু অস্ত্র প্রস্তুত রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ মহড়ায় তিন লাখ স্থানীয় সেনা এবং ১৫,০০০ মার্কিন সেনা অংশ নেবে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।