প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ১২ জুলাই বিকাল ৩টা থেকে ৫টায় বিএনসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘অভিযান ও খেলাধুলার জন্য প্রাথমিক চিকিৎসা’ শীর্ষক একটি ওয়ার্কশপ। এই ওয়ার্কশপ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণ সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি হেলথ ক্লাব’। ওয়ার্কশপটি পরিচালনা করবেন আনোয়ার হোসেন চৌধুরী যিনি একজন একাধারে প্রফেশনাল পর্বতারোহী, স্কুবা ডাইভার এবং জলবায়ু গবেষক। তিনি বর্তমানে মালয়েশিয়াতে মালয় বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও প্রশমন নীতির উপর ডক্ট্রাল রিসার্চ করছেন। অনুষ্ঠানটির উদ্বোধন বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ঢাকা ইউনিভার্সিটি হেলথ ক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দ তানভীর রহমান। বর্তমান প্রজন্মকে খেলাধুলা ও অভিযানের প্রতি আরো আগ্রহী ও সচেতন করে গড়ে তোলার জন্য এই ওয়ার্কশপে সবার অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি হেলথ ক্লাব। উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ থেকে ঢাকা ইউনিভার্সিটি হেলথ ক্লাব শুরু হয়েছে এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতন গড়ে তোলার প্রয়াস করে চলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।