Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জের আড়াইহাজারে মাছ ধরা নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ নারীসহ ২ জন নিহত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ৫:২৬ পিএম

আড়াইহাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেটা বিদ্ধ রোজিনাসহ (২৫) দুই জন নিহত হয়েছে। রোজিনা রবিবার বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। রোজিনা মধ্যারচর গ্রামের প্রতিপক্ষ বাবুলের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,গত শনিবার সন্ধ্যার পর মধ্যারচর গ্রামের যুবলীগ নেতা বাবুল ও স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা লিটন মিয়ার মধ্য মাছ ধরার চাইপাতাকে কেন্দ্রে সংঘর্ষ শুরু হয় । প্রথমে বাবুল গং চাই দিয়ে বাড়ীর সামনে খালে মাছ ধরতে যায়। এতে লিটন মেম্বারের লোক সুজন বাধাঁ দেয়। এই নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লামসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয় । সংঘর্ষে ঘটনাস্থলেই সুজন নিহত হয় এবং উভয় পক্ষের বাবুল, লিটন, আছমা, হযরত আলী, আবুল হাসান, রোজিনাসহ ১০ জন আহত হয়। এ জোড়া খুনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত সুজন ছিল আওয়ামীলীগ নেতা লিটন মেম্বার সমর্থক ও রোজিনা যুবলীগ নেতা বাবুলের স্ত্রী। আড়াইহাজার থানার ওসি আব্দুল হক জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ