বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক আধিপত্যে আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ফরিদপুর ও ঝিনাইদহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্যদের শৈলকুপা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজের কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সকালে ভাটবাড়িয়া, তেঘড়িয়া, নাদপাড়া ও ভুলন্দিয়া গ্রামের লোকজন দেশীয় তৈরী অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে গত ৩ দিন দু দলে সংঘর্ষে ৪০ জন আহত ও ২০টি বাড়িতে হামলা ও ভাংচুর হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনকে তাকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।