বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট গামী প্রাইভেটকার ও মৌলভীবাজারগামী সিএনজি অটোরিকশাটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়া, মাদারীপুর, পাবনা, রূপগঞ্জে ১ জন করে, পানিতে ডুবে সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও ও বাজবাড়ীতে ১ জন করে এবং হবিগঞ্জে ট্রেনে কাটা ১ নারীরসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজার : গতকাল সন্ধ্যা ৬টার দিকে শেরপুর থেকে আসা যাত্রীবাহী সিএনজি সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। এ সময় তিনজন গুরুতর আহত হয়। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন জাহাঙ্গীর তালুকদার (৩৮), পিতা আব্দুল গণী, শাজনা বেগম (২৮) নাহিদ (২৬), গ্রামশেরপুর মৌলভীবাজার সদর। সাইফ আহমদ (১২), পিতা-মোশাহেদ মিয়া, ঠিকানা-খালিসপুর, লায়েছ মিয়া (৩০), পিতা- অজ্ঞাত, ঠিকানা- বালাগঞ্জ, সিলেট, শাহাদাত তালুকদার (২৮), পিতা-জাতন তালুকদার, ঠিকানা- করিমপুর, মৌলভীবাজার সদর।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সিএনজি আটো রিক্সায় থাকা একই পরিবারের ৪ জন সহ সিএনজি চালকও নিহত হন। অপর দিকে প্রাইভেট কারের চালক নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন।
বগুড়া : বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপভ্যান চালকের নাম দুলাল (৩৮)। মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে মাদারীপুর - শিবচর আঞ্চলিক সড়কে ৩নং ব্রিজ এলাকায় গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ঘটে ইট ভর্তি ট্রাকের সাথে অটোভ্যানের (ব্যাটারি চালিত) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যান চালক ফিরুজ ঘরামী (৪৫) নিহত হয়েছে। এসময় ভ্যানে থাকা আরো তিন যাত্রী আহত হয়েছে। মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।
পাবনা : পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোলা নামক স্থানে চাটমোহর-মান্নান সড়কে এক মানষিক প্রতিবন্ধী বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল সকালে রক্তাক্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিয়ান পরিবহন নামে একটি বাসের থাক্কায় পথচারী নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধায় উপজেলা তারাবো এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী ও আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। কাঁচপুর হাইওয়ে পুলিশের এএসআই নুরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে লাশ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে জিসাদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জিসাদ আলী দৌলতদিয়া ইউনিয়নের নতুনপাড়া লঞ্চঘাট এলাকার ইদ্রিস আলীর ছেলে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁও : সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- রাব্বি (৭) ও সিয়াম (৬)। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওর বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামের দুলালউদ্দীনের ছেলে রাব্বি (৭) পুকুরে ডুবে মারা গেছে। দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার হাউদা গ্রামে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। বড়বাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান পুকুরে পরে শিশুটির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
এছাড়া সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়াবদা বাঁধের পাশে খালের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পৌর এলাকার ক্ষিদদ্রাটিয়া গরুর হাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের আব্দুল সালামের ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। নিহতের বাবা আব্দুল ছালাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।