Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে কটুক্তি শাহবাগ থানায় অভিযোগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাংবাদিক শামীমা বিনতে রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত এ অভিযোগ করেন।
শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, এ বিষয়ে এজাহার হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ জুলাই রাতে শামীমা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু মিথ্যা, অশ্লীল ও মানহানিকর কথা লেখেন। যা একজন প্রধানমন্ত্রী ও নারী হিসেবে তার জন্য চরম অবমাননাকর। এর মাধ্যমে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় অপরাধ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ