বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার দেবহাটায় চলন্ত ট্রাকের ধাক্কায় এক ইঞ্জিন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। আজ শুক্রবার দুপুরে উপজেলার সখিপুর-পারুলিয়া কাকড়া সমিতির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম মনিরুল ইসলাম (৩২)। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
আহতরা হলেন, দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের হরিপদ দাসের ছেলে মাধব দাস (৪০) ও একই উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে ভোলানাথ দাস (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে একটি ইঞ্জিন ভ্যান কয়েকজন যাত্রী নিয়ে পারুলিয়া থেকে সখিপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কাকড়া সমিতির সামনে দ্রুতগামী একটি ভারী ট্রাক যার নম্বর সিলেট-শ-১১-০০৫১ ইঞ্জিনভ্যানটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী মনিরুল ইসলামসহ অন্যরা ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মনিরুল মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে ঘাতক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই ইয়ামিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।