বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে উজির আলী স্কুল অডিটোরিয়ামে কেক কাটা হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, গ্রুপের উপদেষ্টা আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ চেম্বার ও ঝিনাইদহ পল্লী বিদ্যুতের সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন, গ্রুপের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইফুল ইসলাম লিকু, গ্রুপের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লিপটন, সমাজসেবার যশোর অফিসের এডি গ্রুপ মেম্বর আসাদুল ইসলাম, গ্রুপ লিডার সোলাইমান হোসেন, শাহাদত হোসেন, শারমিন আক্তার, সাজ্জাদ রায়হান, আমিনুল ইসলাম লিটন, টিটো বিডি, নিপা জামান, সোহেল রানা, রাহাত হোসেন, কল্প তরু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকশ সদস্য অংশ গ্রহণ করেন। তাদের উপস্থিতিতে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বর্ণাঢ্য ও প্রাণবন্ত হয়। ২০১৭ সালের এই দিনে আমেরিকা প্রবাসী গ্রুপ ক্রিয়েটার ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুপ প্রতিষ্ঠা করেন। তার অবদানের কথা অনুষ্ঠানে বিশেষ ভাবে স্মরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতার পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, আমাদের লক্ষ্য হবে ঝিনাইদহের উন্নয়ন। যে যেখানেই থাকুন না কেন জেলার মানুষকে ভালবাসতে হবে ও উন্নয়নে শরীক হতে হবে। তিনি বলেন, ঝিনেদা আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা রক্ষার পাশাপাশি মানবতার সেবায় যে নজীর স্থাপন করেছে তা স্মরণযোগ্য। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।