Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৬:০০ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে কাপ্তাই উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, র‍্যালী, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী
থোয়াইছিং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সহ-সভাপতি মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক বিদর্শন বড়ুয়া,যুগ্ন সম্পাদক সুজন তনচংগ্যা ধনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবদুল ওহাব। বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ণাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, মহিলা লীগ সভাপতি মনোয়ারা জাহান, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ সামশুদ্দীন আহমেদ, কাপ্তাই আঞ্চলিক শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোহসীন-উল-হক, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আকতার আলম,
ওয়াগ্গা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল দে, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা উমেচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নুরুল্লাহ ভুঁইয়া প্রমুখ। সভা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ