গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর গুলশানের রাস্তায় ৫ কোটি টাকার বিলাসবহুল গাড়ি ফেলে গেলেন জনৈক মালিক। গাড়ির ভেতরে একটি চিরকুট পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-১ এর ১১২ নং সড়ক হতে নম্বরপ্লেট বিহীন ওই গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাড়িটিতে চিরকুটে লেখা হয়েছে যে, আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু, আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদরাক অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানায়, আজ (বৃহস্পতিবার) সকালে গুলশান থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর একটি বিলাসবহুল গাড়ি জব্দ করে। গাড়িটি টয়োটা ল্যান্ড ক্রুজার ভি-৮, ৪৬০৮-সিসি, ২০১৩ মডেলের। গাড়িটি নম্বর প্লেট বিহীন অবস্থায় জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করার এক পর্যায়ে গুলশান-১, রোড নং-১১২ থেকে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। শুল্ক করসহ গাড়িটির আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা গৃহীত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।