Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ায় অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন ডাঃ শফিউল আজম সড়ক দুর্ঘটনার কবলে সিভিল সার্জনের গাড়ি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৬ পিএম

সড়ক দুর্ঘটনার কবলে পড়েও প্রাণে রক্ষা পেলেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম। বুধবার বেলা সাড়ে ১১ টায় বগুড়ার উপকন্ঠে বনানী বেতগাড়ি এলাকায়

শেরপুর আরডিএ থেকে বগুড়া ফেরার পথে
তাকে বহনকারী গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।
ট্রাকের ধাক্কায় সিভিল সার্জনের গাড়ির পেছনের দিকে দুমড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও উল্টে যায়। এসময় লোকজন এসে
সিভিল সার্জনকে উদ্ধার করেন। হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে।
এই দুর্ঘটনায় সিভিল সার্জন ঘাড়ে ও কোমরে সামান্য ব্যাথা পেলেও তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে বগুড়া পুলিশ লাইন্সে তার পুর্ব নির্ধারিত টিকাদান কর্মসুচিতে অংশ নেন।
তার ড্রাইভার জানান, সকালে সিভিল সার্জন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ( আরডিএ)তে
একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়ে ফেরার পথে
উল্লেখিত স্থানে তাদের গাড়িকে পেছন থেকে একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে তারা দূর্ঘটনার কবলে পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ