Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসির স্ট্যান্ড রিলিজের খবরে শৈলকূপায় সংঘর্ষে মহিলাসহ আহত ১০

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ৪:২৭ পিএম

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্ট্যান্ড রিলিজের খবরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা রয়েড়া গ্রামে বৃহস্পতিবার সকালে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে শৈলকূপা ও দুই জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি চালায়। আওয়ামীলীগের সাবদার মোল্লা সমর্থিত রুবেল ও জাতীয় পার্টির মিজানুর রহমান বাবুল সমর্থিত মুসা মেম্বরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, রয়েড়া গ্রামের মুসল্লি, আজাহার মুসল্লী, আফাঙ্গীর হোসেন, দুলাল মন্ডল, মুনজুরা খাতুন ও রুপিয়া বেগম। শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আমার বদলী হওয়ার খবর শুনে জাতীয় পার্টির মিজানুর রহমান বাবুল সমর্থিত মুসা মেম্বরের লোকজন প্রতিপক্ষ সাবদার মোল্লার লোকজনের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়। ওসি আরো জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। এদিকে সংঘর্ষে আহত জাতীয় পার্টির মিজানুর রহমান বাবুল সমর্থিত মুসা মেম্বরের লোকজন অভিযোগ করেন, সবদার মোল্লা বর্তমান ওসিকে দিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছে। এ করণে বৃহস্পতির তার স্ট্যান্ড রিলিজের খবরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আমি বদলী হয়েছি। আমার বদলীর খবরে কেও নাখোশ থাকলে এমনটি হতেই পারে বলে মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ