বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্বাঞ্চল রেলওয়ের কুলাউড়া সেকশনের এক কর্মকর্তা গত পাঁচ বছর ধরে ঘুষের মধ্যে ডুবে ছিলেন। তার অধীনে কর্মরত কর্মচারিদের দুর্বলতার সুযোগে ওই কর্মকর্তা ঘুষ বাণিজ্য চালিয়ে গেলেও অবশেষে দুই হাতে পড়েছে আইনের হ্যান্ডকাপ।
ওই কর্মকর্তার নাম মো. এরফানুর রহমান। তিনি কুলাউড়া সেকশনের সিনিয়র সহকারি প্রকৌশলীর (পথ) দায়িত্বে রয়েছেন। গত মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল রাতে কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের রুম থেকে এরফানুরকে গ্রেফতার করে। দুদক হবিগঞ্জ সম্মলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় সাহা জানান, ঘুষের টাকা নেয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক সাংবাদিকদের জানান, রেলওয়ের এক কর্মচারির কাছ থেকে ঘুষের টাকা গ্রহণের সময় এরফানুর রহমানকে আটক করা হয়। এদিকে দুদকের সূত্র জানায়, তাদের কাছে এরফানুরে ঘুষ বাণিজ্যের ব্যাপারে অনেকেই অভিযোগ করেন। তিনি পাঁচ বছর আগে কুলাউড়া সেকশনে যোগদান করার পর থেকেই কর্মচারিদের কাছ থেকে নিয়মিত ঘুষ গ্রহণ ও মাসোহারা আদায় করতেন।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে এরফানুর স্টেশন মাস্টারের রুমে বসেই তার সেকশনের কর্মচারি রেলওয়ের ওয়েম্যান আবুল হোসেনের কাছ থেকে ঘুষ ও মাসোহারা ১০ হাজার টাকা গ্রহণ করেন। আগে থেকেই স্টেশন মাস্টারের রুমের বাইরে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মলয় সাহার নেতেৃত্বে ৫ সদস্যের একটি দল ফাঁদ পেতে অপেক্ষায় ছিল। টাকা হাতে নেয়ার পরই দুদকের দলটি স্টেশন মাস্টারের রুমে প্রবেশ করেই এরফানুরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে। দুদক এরফানুরকে আটকের পর পরই কুলাউড়া রেলওয়ে থানায় তাকে হস্তান্তর করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।