Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী ছাত্রদের সাথে প্রতারণা করেছেন আমীর খসরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:২১ এএম

সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর প্রধানমন্ত্রী এখন তা বাস্তবায়নে প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে যখন গোটা বাংলাদেশ জেগে উঠেছে তখন প্রধানমন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে সমস্ত কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। যদি কেউ সংসদে দাঁড়িয়ে কোন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা তার দায়িত্ব। কিন্তু প্রধানমন্ত্রী তার ঘোষণা বাস্তবায়নে ছাত্রদের সাথে প্রতারণা করছেন। যে ধরনের প্রতারণা চলছে, তাতে দেশের এই ছাত্রসমাজ শুধু মেধাহীন হচ্ছে তা নয়, তাতে মেধাবী বাংলাদেশ গড়ে না উঠে বঞ্চিত হচ্ছে। গতকাল (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং অবিলম্বে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ছাত্রসমাজ আন্দোলন করছে একটি মেধাবী বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই ছাত্রসমাজ আন্দোলন করছে কোটা সংস্কারের মাধ্যমে আগামীর মেধাবীরা যেন বাংলাদেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। ইতোমধ্যে সরকারি শিক্ষার মান কোন অবস্থায় নেমে এসেছে আপনারা তা জানেন। সারাদেশে সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং দলীয়করণে শিক্ষাব্যবস্থা আজ তলানীতে চলে আসছে। মেধাহীন শিক্ষাব্যবস্থা ইতোমধ্যে বাংলাদেশে চলছে। তিনি বলেন, আজকে কোটার নাম দিয়ে কিছু সীমিত মানুষের কাছে চাকরি কারাবদ্ধ হয়ে আছে। ছাত্ররা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য যাতে করে বাংলাদেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ উন্মুক্ত থাকে।
শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের কারণে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসাবে পরিচিত করা উচিত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা দেখেছি ভাষা আন্দোলন থেকে শুরু করে যে ছাত্রসমাজে আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে, যে ছাত্রসমাজ এরশাদবিরোধী আন্দোলন করেছে, যে ছাত্রসমাজ এক-এগারোর সময় সামরিক শাসনের তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই ছাত্রসমাজ আজকে একটি সন্ত্রাসী দলের নিপীড়নের-নির্যাতনের শিকার হচ্ছে। তাদের নির্যাতন-নিপীড়ন আজকে বাংলাদেশের সমস্ত মানুষ নিরবে কাঁদছে। যেভাবে সরকারি লোকেরা দিবালোকে ছাত্রদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে তা অবিশ্বাস্য।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রতিবাদী যুব সমাবেশে উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ