পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে মাইলফলক স্পর্শ করেছে। ২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছে ৯৩.৭১ শতাংশ। টাকার অঙ্কে ১ লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকা, যা সর্বকালের সেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার পর সাংবাদিকদের ব্রিফিং শেষে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান। আ হ ম মুস্তফা কামাল বলেন, গত অর্থবছর থেকে এবার ৪০ হাজার কোটি টাকা বেশি বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরে ছিল ৮৯.৭৬ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।