Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজের গতি বাড়াতে এডিপি নীতিমালা

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : উন্নয়ন কাজের গতি বাড়াতে সরকার এবার নতুন কৌশল অবলম্বন করেছে। এরই অংশবিশেষ আগামী ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে নতুন প্রকল্প গ্রহণে নিরুৎসাহিত করা হচ্ছে। এ ক্ষেত্রে যেসব প্রকল্প সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এডিপি নীতিমালায় এসব নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি এসব নির্দেশনা-সংবলিত নীতিমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরিকল্পনা বিভাগের সচিব তারিক-উল-ইসলাম বলেন, নতুন এডিপিতে বাংলাদেশের সুষম উন্নয়ন ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, আয় বৃদ্ধি, দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণ, খাদ্যে সক্ষমতা অর্জন ও পুষ্টিমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তার অগ্রগতি স¤প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি-পানি সম্পদ ও পল্লী অবকাঠামো উন্নয়ন, রফতানি প্রসার ও শিল্পায়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, রেল-নৌ ও সড়ক যোগাযোগ অবকাঠামো স¤প্রসারণ ও উন্নয়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার, সুশাসন এবং জলবায়ু সংবেদনশীল ও পরিবেশবান্ধব উন্নয়ন কর্মসূচিকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্র মতে, নতুন এডিপি গ্রহণের ক্ষেত্রে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণে সরাসরি সহায়ক প্রকল্প ছাড়া কম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রস্তাব পরিহার করতে হবে। নতুন এই অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত এবং দ্রæত অগ্রগতি সম্পন্ন প্রকল্পে বরাদ্দ দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। চলতি প্রকল্পসমূহের অনুমোদিত প্রকল্প দলিলে উল্লিখিত প্রাক্কলিত ব্যয় এবং এ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতির ভিত্তিতে সম্ভাব্য যৌক্তিক ব্যয় বিবেচনায় নিয়ে নতুন এডিপিতে ব্যয়ের প্রস্তাব করতে হবে। প্রকল্প সাহায্য বরাদ্দের ক্ষেত্রে উন্নয়ন সহযোগী দেশ বা সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মেয়াদের বিষয়টি বিবেচনায় রাখতে হবে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের ক্ষেত্রে আগামী অর্থবছরে প্রাপ্য বৈদেশিক সাহায্য ব্যবহারের জন্য পরিপূরক স্থানীয় মুদ্রা (ম্যাচিং ফান্ড) বরাদ্দের দাবি অগ্রাধিকার পাবে। এলাকা বা অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যে এডিপিতে গৃহীত প্রকল্পসমূহের বরাদ্দ প্রদানও নিশ্চিত করতে হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) লিংক কম্পোনেন্ট হিসেবে বাস্তবায়নযোগ্য সম্ভাব্য প্রকল্প অগ্রাধিকার দিতে হবে। এডিপিতে প্রকল্প সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। মেয়াদ-উত্তীর্ণ কোনো প্রকল্প এডিপিতে সরাসরি অন্তর্ভুক্ত হবে না। বৈদেশিক সাহায্য চুক্তি সম্পাদিত বা বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুনিশ্চিত অঙ্গীকারপ্রাপ্ত ছাড়া কোনো অননুমোদিত কারিগরি সহায়তা প্রকল্প এডিপি অন্তর্ভুক্তির প্রস্তাব করা যাবে না। উন্নয়নের মূল ধারায় জলবায়ু পরিবর্তনকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিশেষ কার্যক্রম সম্পন্ন প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে। প্রকল্পকে টেকসই ও অধিকতর জলবায়ু সংবেদনশীল করার জন্য চলমান অথবা নতুন প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দারিদ্র্য, পরিবেশ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের আন্তঃসম্পর্ক বিবেচনায় রাখতে হবে। নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ড্রেজিং, নদীশাসন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে পরিবেশ ও প্রতিবেশের বিষয়টি বিবেচনায় রেখে সমন্বিত প্রকল্প গ্রহণে অগ্রাধিকার দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজের গতি বাড়াতে এডিপি নীতিমালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ