পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় চলতি বছর ২৫ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। সোমবার ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। মানবাধিকার সংস্থাটি জানায়, ইসরাইলি সেনাদের হাতে নিহত ২৫ শিশুর ২১ জনকেই গাজা উপত্যকায় হত্যা করা হয়। তাদের দাবি, ইসরাইলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে তাদের হত্যা করে। এই ২৫ শিশুর মধ্যে ২১ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের ১১ জনই ঘাড় কিংবা মাথায় গুলিবিদ্ধ হয়। সংস্থাটি আরো জানায়, ইসরাইলি সেনারা ফিলিস্তিনি শিশুদের ওপর কোনোরকম হুমকি ছাড়াই তাজা গুলি ব্যবহার করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।