Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

উ. কোরিয়া সফরে যাচ্ছেন পম্পেও

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অবশেষে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে। এক বছরের মধ্যে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা ঠিক করতে খুব শিগগিরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়ংইয়ং সফর করবেন বলে স¤প্রতি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন। অন্যদিকে পরমাণু বিজ্ঞানীরা বলছেন, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রকরণে কমপক্ষে ১০ বছর সময় লাগবে। প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়, এক বছরের মধ্যে উত্তর কোরিয়াকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এ ক্ষেত্রে উত্তর কোরিয়ার প্রদত্ত প্রতিশ্রæতি রক্ষার ওপর গুরুত্বরোপ করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় জন বোল্টন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা একটা পরিকল্পানা ঠিক করেছি। এক বছরের মধ্যে উত্তর কোরিয়াকে কিভাবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র মুক্ত করা যায়, সে বিষয়ে খুব শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা করবেন। দ্রæত সময়ে পরমাণু অস্ত্র ত্যাগ করা উত্তর কোরিয়ার জন্যই ভালো। কারণ, তারা নিষেধাজ্ঞামুক্ত হতে পারবে। অপর এক খবরে বলা হয়, চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উত্তর কোরীয় নেতা কিম জং উন ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে আগামী ৫ জুলাই পিয়ং ইয়ং যাবেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্সকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরটি জানিয়েছে। এটি হবে পম্পেও’র তৃতীয়বারের মতো উত্তর কোরিয়া সফর। এই সফরের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয় গভীর হচ্ছে। গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রæতি দিয়েছিলেন। তবে দেশটি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও সময়সীমার কথা জানায়নি। বৈঠকের পর ট্রাম্প অবশ্য দাবি করেন,উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দাবি করেন, কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের কথা বললেও এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ