বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে মো. জহিরুল (২০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহত জহিরুল বরগুনার আমতলি উপজেলার সুলতান ফরাজির ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন।
গতকাল সোমবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, বরিশালগামী একটি যাত্রীবাহী সাকুরা পরিবহনের বাস উজিরপুর নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। আহত হন কমপক্ষে ১৫জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানান এসআই আব্দুর রউফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।