Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানি পরিচয়ে সিলেটে আ.লীগের মেয়র প্রার্থী কামরানের ফেইসবুক আইডি!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ৮:৫২ পিএম | আপডেট : ৯:২৯ পিএম, ৩০ জুন, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি তিনি। এরই মধ্যে নির্বাচনী নানা প্রচারণা আর কার্যক্রম শুরু হয়েছে তার পক্ষে। প্রচারণায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বর্তমান সময়ে। ইতিবাচক-নেতিবাচক মুক্ত আলোচনার এই মাধ্যমে এখন জনপ্রিয়তায় তুলনাহীন। সেই মাধ্যমের একটি হলো ফেইসবুক। ফেইসবুকে সার্চ দিলেই বদর উদ্দিন আহমদ কামরান নামে একটি আইডি দৃশ্যমান হয়। একই সাথে আছে নানা পেইজও। সেসব ভুয়া আইডি ও পেজ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ছবি, স্ট্যাটাস ও নিউজ লিংক পোস্ট করা হচ্ছে তার নামে। একই সাথে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে এই আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হচ্ছে। গত ২৬ জুন বদর উদ্দিন আহমদ কামরান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট চালু করা হয়েছে। সেই ফেসবুক প্রোফাইলে প্রবেশ করলে দেখা যাচ্ছে কামরানের একটি ছবি প্রোফাইল পিকচার এবং ॥'উন্নয়নের জন্য নৌকা॥' শিরোনাম আর কামরানের ব্যক্তিগত ছবিসহ কাভার পিকচার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমের নানা ছবি পোস্ট করা হচ্ছে। তবে সেখানে কামরানে ঠিকানা উল্লেখ করা হয়েছে পাকিস্তানে!! পাকিস্তানের সিলেট লাইনস, সিন্ধ এলাকায় সেই কামরানের হোম সিটি উল্লেখ করা হয়েছে। সেই সাথে জুড়ে দেয়া হয়েছে একটি মোবাইল নম্বর (০১৭২৭৬৫০৪৮৯)। যেটি কল করলে বন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু এই আইডি নিয়ে কৌতুলের পাশাপাশি নানা প্রশ্নের উদ্রেক দেখা দিয়েছে। এ নিয়ে শঙ্কিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, যে কারনে তিনি মনে করছেন ওই ফেসবুক অ্যাকাউন্টের বিশ্বস্ততা অর্জনে আপাতত তার নির্বাচনী নানা প্রচারণা ও কার্যক্রমের ছবি পোস্ট করা হচ্ছে। পরবর্তীতে অপপ্রচার ছড়িয়ে দিতে এই অ্যাকাউন্টটি ব্যবহার করা হতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট সিটি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ