Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী অভিযান কড়াইল বস্তিতে আটক ১৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

 রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযানকালে ১৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। অভিযান শুরুর ৩০ মিনিট পর গণমাধ্যমকর্মীদের অভিযানের বিষয়ে অবগত করে পুলিশ। ৩০০ পুলিশের পরিচালিত অভিযানটি থেকে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবদুল আহাদ বলেন, কড়াইল বস্তির অভিযানে ৫ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তবে বনানী থানা সুত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। এর আগে গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৯ হাজার ৯২৬ পিস ইয়াবা, ১০৬২ গ্রাম হেরোইন, ১০২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৩০৯ বোতল ফেন্সিডিল ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকবিরোধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ