প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পরিচিত মালেক আফসারী চলচ্চিত্রকে বিদায় জানাচ্ছেন। এমন আভাস পাওয়া গেল তার ফেসবুকের এক স্ট্যাটাসে। অনেকটা হতাশা নিয়েই তিনি স্ট্যাটাসটি দিয়েছেন। সিনেমা ছেড়ে ব্যবসায় মন দেবেন। ‘আমার ঘর আমিই আউট’ শিরোনাম দিয়ে মালেক আফসারী লিখেছেন, প্রযোজক তার সিনেমায় আমাকে নিতে চান। অথচ নায়ক তাকে চিরকুট পাঠান অন্য পরিচালকের নাম লিখে। আমি আউট আমার'ই ঘর থেকে। আমার ভালো কাজটি হাতছাড়া হয়ে গেলো। তিনি প্রযোজকের প্রশংসা করে বলেন, এমন প্রযোজক পাওয়া ভাগ্যের ব্যাপার। কয়েকদিন আগে উনি ফোনে বললেন, ভাই আপনার অতীতের কাজ এখনো আমার চোখে লেগে আছে। (অতীতে উনার কোটি কোটি টাকা আমি খরচ করেছি। কোনদিন না করেন নাই। আমার ইমোশনের মূল্য অনেক বেশি উনার কাছে)। আমার চোখে পানি এসে গেল। নিজেকে বললাম, আফসারী চল সিনেমায় থাকা আর ঠিক হবে না। এফডিসি'র সাথে একটা সেলফী তুলে বের হয়ে বেইলী রোডে অনেকক্ষণ রিক্সায় ঘুরে বেড়ালাম। এই বেলী রোড আমাকে অনেক দিয়েছে। আমার দুই মেয়ে। ভেবে দেখলাম মেয়েদের লেখাপড়া শেখানো ছাড়া এই পৃথিবীতে একজন পিতার আর কোনো কাজ নাই। বোনের পরামর্শে সিনেমা থেকে আয় করা পরিশ্রমের টাকা দিয়ে আবার ব্যাবসায় ফিরে এলাম। এবার হীরা নয় পান্না নয় বাজার বসাবো, মানে দোকান। দোকানের নাম বউ বাজার (এখানে মেধা ছাড়া সব পাওয়া যাবে)। এভাবেই মালেক আফসারী চলচ্চিত্র থেকে বিদায়ের আভাস দেন। উল্লেখ করা প্রয়োজন, মালেক আফসারীকে সিনেমা থেকে বাদ দিতে প্রযোজককে যে নায়ক চিরকুট লিখেছেন, তিনি এখন কলকাতার সিনেমায় বেশি অভিনয় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।