বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মায়ের প্রতি ভক্তিতে অনন্য সিলেটের আওয়ামীলীগ ও বিএনপির মনোনীত দুই মেয়র প্রার্থী-ই। অ‘লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি আরিফুল হক চৌধুরী এক্ষেত্রে অনন্য । মায়ের দোয়া আশীর্বাদ সমর্থন তাদের জীবনকেও করেছে সমৃদ্ধ। ২০০৯ সালে জেলে থেকেই মেয়র নির্বাচন করেছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এসময় মা নূরুনেচ্ছা বেগম লালন ছেলের অবর্তমানে দ্বারে দ্বারে ঘুরেছেন ভোটারদের। মায়ের আকুতি ফিরিয়ে দেয়নি ভোটাররা। বিপুল ভোটে নির্বাচিত হন মেয়র পদে তিনি। আজ তার মায়ে নেই, পরপারে পাড়ি জমিয়েছেন অনেক আগে। কিন্তু আমৃত্যু মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি ছিল মেয়র কামরানের। ব্যস্ততার মধ্যেও মায়ের টানে কামরান থাকতেন সদা ব্যাকুল। মায়ের দোয়াতে যে অসাধ্য সাধন করা যায়, সেই বোধ রয়েছে অন্যদের মতো কামরানেরও। সেকারণে নগরীর মানিক পীরের টিলায় যেয়ে মৃত মা-বাবার কবর জেয়ারত করে-ই মনোনয়পত্র জমা দিয়েছেন তিনি। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী মা ভক্তির নানা ঘটনা মুখে মুখে। বৃদ্ধা মা আমেনা খাতুন চৌধুরী বট বৃক্ষ হয়ে আছেন তার জীবনে। বুধবার রাতে ঢাকা থেকে মনোনয়ন নিয়ে এসেই মায়ের পা জুড়িয়ে ধরে সালাম করেন। বৃদ্ধ মা এসময় মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন, যাও বাবা তোমার আশা আল্লাহ পূরণ করুন। মায়ের দোয়ায় অপরিসীম উজ্জীবিত এখন আরিফুল হক চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।