Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে চলছে উপাচার্য বিরোধীদের সিনেট প্রতিরোধ কর্মসূচী

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১১:৪৩ এএম | আপডেট : ৩:০১ পিএম, ২৮ জুন, ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন প্রতিরোধের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগপন্থী শিক্ষক ও সিনেটরদের একাংশ।

বৃহস্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ১৫জনের মত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনের তিনটি ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেয়। এতে পুরাতন প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ এই ব্যানারে তারা কর্মসূচী পালন করছেন। ব্যানারে তারা উল্লেখ করেছেন, ‘উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটুট ও কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের প্রতিবাদে এই কর্মসূচী পালন করছেন।

এদিকে গত ২৬ জুন (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলন করে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ঘোষণা দেন, ১৯৭৩ এর অ্যাক্ট অনুসারে সিনেট সদস্যদের মধ্যে থেকে ৩জন সিন্ডিকেট সদস্য ও ১জন অর্থ কমিটির সদস্য নির্বাচনের বিষয়টি সিনেট আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত না করার আমরা সিনেট অধিবেশন প্রতিরোধ করবো।’

অন্যদিকে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক জোট ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সিনেট অধিবেশন কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচীর ঘোষণা দিয়েছে। তারা বেলা ২টা থেকে এই কর্মসূচী শুরু করবে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এই সিনেট অধিবেশন থেকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট পাশ ও সিনেটররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ‘সিনেট অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ