Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা মাহেন্দ্র কেড়ে নিলো শিশুর প্রাণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০২ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে নুসরাত ওরফে আসমা (০৫) ঘাতক মাহিন্দ্রার চাপায় নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার কুচিয়ামেড়িা –বালুচর সড়কের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী মাহেন্দ্র ও মাহেন্দ্র চালককে আটক করে পুলিশে দিলেও রহস্যজনক কারেনে বাসাইল ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় তা ছেড়ে দেওয়া হয়। নিহত শিশুর মামা মো. শাহাবুদ্দিন জানান, বোপরোয়া ভাবে মাহিন্দ্রা চালিয়ে আমার ৫ বছরের ভাগনীকে আজকে মেরে ফেলল আমি মাহিন্দ্রা মালিক এবং ড্রাইভারের উপযুক্ত শাস্তি চাই।
সিরাজদিখান থানার এস আই আনিসুজ্জামান জানান, শিশুটির বাবা মাকে থানায় আসতে বলেছিলাম। তারা থানায় আসে নাই কোন অভিযোগও করে নাই। পরে ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ দ্বায়ীত্ব নিয়েছে। বিষয়টি সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ও সার্কেল স্যারকে অবগত করেছি। বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ জানান,বিষয়টি আমরা এলাকায় সমাধান করেছি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ