বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ‘নিয়ন্ত্রিত’ বলে সমালোচনা করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক দলের নিবন্ধন’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘গাজীপুরের নির্বাচনে যেটা দেখলাম, ঠিক তেমনি অনিয়ম কিন্তু আমরা দেখেছিলাম খুলনা নির্বাচনে। একই রকম অনিয়ম হয়েছে। সেই জাল ভোট দেওয়া, কারচুপি করা, হুমকি-ধমকি দেওয়া। আমার তো মনে হয়, সেই একই ধরনের সেই নিয়ন্ত্রিত নির্বাচন হলো। এবং এখানে আমি মনে করি যে এটার কোনো প্রয়োজন ছিল না। আমাদের এর দ্বারা নির্বাচনী প্রক্রিয়াটা কলুষিত হলো। যেটা কোনোভাবেই কাঙ্খিত নয়। এবং এর মাশুল আমাদের দিতে হবে।’
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি এ বিষয়ে বলেন, ‘এটা তো একটা ছোট জায়গায়। কিন্তু সমস্ত দেশে যখন একদিনে নির্বাচনটা হবে, সেই নির্বাচন পরিচালনা করার মতো যোগ্যতা এই কমিশনের আছে কি না, সেটা প্রমাণ দিতে হবে। যে, এইসব নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে যেসব অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তি কতটা সেটা তাদের জবাব দিতে হবে। তা না হলে মানুষের বিশ্বাসযোগ্যতা থাকবে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।