Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ৫:৪৩ পিএম

গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সোনা মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৭ জুন) দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সোনা মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের সাবেক মেম্বার।
ওসি জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার গোপালগঞ্জ থেকে কাঠি বাজারে যাচ্ছিল। এসময় থ্রি-হুইলারটি কাঠি এলাকায় পৌঁছালে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৭ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সোনা মোল্লাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মারাত্মক আহত শিশুসহ তিন জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ