Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্মাণে লোপা হোসেইন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৫ এএম


সঙ্গীতশিল্পী লোপা হোসেইন এর আগে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। আবারো তিনি নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সমাজের ভিন্নক্ষেত্রে অবস্থানকারী দু’জন নারীর গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘শেকল’ নামের চলচ্চিত্র। সেই দু’জন নারী সামাজিকভাবে আলাদা অবস্থানে থাকলেও মূলত দু’জন একই জায়গায় দাঁড়িয়ে। কারণ তারা নারী। তবে এটাও সত্য যে নারীরা যদি একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই বহুদিনের বৈষম্যের শেকল ভাঙ্গতে পারবে। এমনটা বিশ্বাস করেন নির্মাতা লোপা হোসেইন। তাই লোপা ছোট্ট একটি ঘটনা অবলম্বনে নিজের সংলাপ, চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মাণ করেছেন ‘শেকল’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সুস্মিতা সিনহা ও ফারিহা হোসেন নীলিমাকে নিয়ে লোপা এই চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করেছেন। দু’জনের মধ্যে একজন গায়িকা চরিত্রে এবং অন্যজন পতিতা চরিত্রে অভিনয় করেছেন। নির্মাণ প্রসঙ্গে লোপা হোসেইন বলেন, ‘এর আগে যে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেছি, তা আমার দায়বদ্ধতা এবং ভালোলাগার জায়গা থেকে নির্মাণ করেছি। আমার জীবনসঙ্গী সীরাজুম মুনির এ ব্যাপারে দারুণ উৎসাহ দিয়েছেন। তবে এবারের যে চলচ্চত্রিটি নির্মাণ করেছি তা আমার মাস্টার্সের জন্য জমা দিতে আবশ্যক কাজ হিসেবে এটি নির্মাণ করেছি। জমা দেয়া শেষে তা যেকোন একটি কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হয়ে ইউটিউবে প্রকাশ করবো। পাশাপাশি দেশ বিদেশে বিভিন্ন চলচ্চিত্রে উৎসবেও প্রদর্শন করার চেষ্টা করবো। একজন নারী হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে এটার বিরাট প্রচারণায় থাকতে চাই আমি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ