বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বালাগঞ্জ-তাজপুর সড়কে এক মৎস্যজীবী দীপক সরকার (৩৩) নিহত হয়েছেন। নিহতের বাড়ী বালাগঞ্জ সদর ইউনিয়নের রাধাকোনা গ্রামে। তিনি ইরেশ সরকারের পুত্র। গতকাল সোমবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে বালাগঞ্জ-তাজপুর সড়কের আরমান গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, তাজপুর থেকে বালাগঞ্জগামী একটি লেগুনা স্থানীয় আরমান গেইট এলাকায় পৌঁছালে গাড়ির চাকা পাংচার হয়ে পার্শ্ববর্তী খালে গিয়ে পড়ে। এসময় সড়কের পাশে মাছ ধরতে থাকা মৎসজীবী দীপক গাড়িচাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই লেগুনার চালক পলাতক রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।