Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিল বকেয়া থাকায় পৌরসভা সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ভোগান্তিতে পটুয়াখালী পৌরবাসি

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ৫:৩৮ পিএম

৫ কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বছরের পর বছর বকেয়া থাকায় পটুয়াখালী পৌরসভার সড়কের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যার পর এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসি ও পথচারিরা।
ওজোপাডিকো জানায়, পটুয়াখালী পৌরসভার কাছে ৫ কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণে মোট ১৪টি বিদ্যুৎ সংযোগের মধ্যে শুধু মাত্র সড়ক বাতির ৬টি লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাকি ৮টি এখনও বিচ্ছিন্ন করা হয়নি। তবে, বকেয়া বিল পরিশোধ না করলে সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মু. আবদুস সালেক খান জানান, পৌরসভার কাছে প্রায় ৫ কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পৌর সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পটুয়াখালী পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এ.কে.এম রিয়াজ উদ্দিন মজুমদার জানান, পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তারা ওজোপাডিকোর সঙ্গে অলোচনায় বসেছেন এবং আজকালের মধ্যেই বিদ্যুৎ সংযোগ ফের হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ সংযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ