Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলায় আহত ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০০ এএম

নগরীর গোয়ালপাড়ায় অবৈধ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের হামলায় রেলওয়ের প্রকৌশলীসহ পাঁচ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- সিনিয়র সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত উল্লাহ, ইলেক্ট্রিক ফিডার মিজানুর রহমান, ইলেক্ট্রিক খালাসী রফিকুল ইসলাম, সুজন দাশ, আবুল কাশেম, কামাল ও লাইনম্যান ইফতেখার উদ্দিন মেহেদী। তাদের মধ্যে এনায়েত উল্লাহর অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে যান রেলওয়ের লোকজন। এ সময় সেখানে প্রায় শ’খানেক মানুষ জড়ো হয়ে যায়। এক পর্যায়ে তাদের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা শুরু হয়। মানুষের জটলা থেকে হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, রেলওয়ের নিরাপত্তা বাহিনীসহ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এখানে রেলওয়ের অবৈধ জায়গায় গড়ে উঠা বস্তিগুলোতে মূলত সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়রা হামলা চালায়। এ ঘটনায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ